ইয়ারাওডা জেলে কাজ পেলেন -সঞ্জয় দত্ত

অনলাইন ডেস্ক, জি নিউজঃ- মুম্বাই ১৯৯৩ সালে বিস্ফোরণ মামলায় আগামী ৪২ মাস সঞ্জয় দত্তকে জেলেই কাটাতে হবে। সে কারণে বলিউডের সুপারস্টার সঞ্জয় দত্ত কে ইয়ারাওডা জেলে কাগজের তৈরি ফাইল বানানোর কাজ দেওয়া হয়েছে। গত বার ইয়ারাওডা জেলে থাকার সময় সঞ্জয় বেতের চেয়ার বানানোর কাজ পেয়েছিলেন।  এবার তাকে একই কাজ না দিয়ে অন্য রকম কাজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। জেল  কর্তৃপক্ষ জানিয়েছে, সঞ্জয়কে সেলের মধ্যে বসে করা যায় এমন কাজই দেওয়া হবে। সুরক্ষার কারণে সঞ্জয়কে অন্য বন্দিদের সঙ্গে আপাতত মেলামেশা করতে দেওয়া হচ্ছে না। তাই তাকে তার নিজের সেলের মধ্যে বসেই এ ফাইল বানানোর কাজ দেওয়া হয়েছে। এর মজুরি হিস‍াবে বন্দিদের দৈনিক ৩০-৩৫ রুপি পারিশ্রমিক দেওয়া হয়। এ‍ জমাকৃত টাকা বন্দি মুক্তি পাবার পর তার হাতে তুলে দেন- জেল কর্তৃপক্ষ। মূলত বন্দিদের তৈরি করা জিনিসগুলো সরকারি অফিসে বিক্রি করা হয়। সঞ্জয়ের ক্ষেত্রেও একই রকম করা হবে বলে জেল কর্তৃপক্ষ জানিয়েছেন।

Exit mobile version