প্রথম আলোর ২৪ প্রতিনিধি চাকরিচ্যুত

ঢাকা: দেশের শীর্ষ দৈনিক প্রথম আলোর ২৪জন প্রতিনিধিকে চাকরিচ্যুত করা হয়েছে। এদের মধ্যে চারজন জেলা প্রতিনিধি এবং ২০জন উপজেলা প্রতিনিধি।তবে কী কারণে তাদের চাকরিচ্যুত করা হয়েছে, তা জানা যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোর একজন কর্মকর্তা জানিয়েছেন, যে চারটি জেলার প্রতিনিধিকে চাকরিচ্যুত করা হয়েছে, তারা হলেন হবিগঞ্জের হাফিজুর রহমান, খাগড়াছড়ির সৈতক দেওয়ান, জামালপুরের মোস্তফা মনজু এবং মেহেরপুরের তুহিন অরণ্য।

চাকরিচ্যুত উপজেলা প্রতিনিধিরা হলেন আতিকুর রহমান (দেবীদ্বার), আবু ইউসুফ (পরশুরাম), পংকজ কান্তি গোপ (বাহুবল), রতন কান্তি দে(উখিয়া), জসীম মাহমুদ (চাটখিল), এনামুল হক (ফুলপুর), মোশাহেদ মিয়া (বানিয়াচং), আবদুল মান্নান (চাটমোহর), সুজন হাজারী (পাচবিবি),শিপন খান (বালাগঞ্জ), সোহেল মহসিন (মির্জাপুর), আবুল কালাম (শাহরাস্তি), মনিরুল ইসলাম (বাঞ্ছারামপুর), সিরাজুল সালেহীন (কটিয়াদি), খন্দকার আসাদুজ্জামান (পাকুন্দিয়া), আবু বকর সিদ্দিক (শ্রীপুর), আজিজার রহমান (ক্ষেতলাল), এম কে মানিক পাঠান (ফরিদগঞ্জ), শেখ আবদুল হান্নান (সোনাগাজী), মীর আসলাম (রাউজান)।
সম্পাদনা/শাবানা মন্ডল /১১.৩৫ঘ /০২ মার্চ

Exit mobile version