ঝালকাঠী প্রতিনিধি ,জি নিউজ ঃ ঝালকাঠীর রাজাপুরের বিষখালি নদী তীরবর্তী বড়ইয়া ইউনিয়নের পালট, বড়ইয়া ও দক্ষিন বড়ইয়া এ ৩টি গ্রামের শতাধিক শিশু হঠাৎ জ্বরে আক্রান্ত হয়েছে। জানা গেছে, বৃহস্পিতিবার সকালে হঠাৎ করে ওই ৩টি গ্রামের ০-১০ বছর বয়সের শিশুরা জ্বরে আক্রান্ত হয়ে পড়ে। পালট গ্রামের পলী চিকিৎসক ফজলুল হক শরীফ ও খায়র“ল আলম মতিন জি.নিউজ বিডি.নেটকে জানান যে, গত ৩ দিন ধরেই শিশুধের জ্বর দেখা যায়। কিন্তু এটি গতকাল দ্র“ত চারদিকে ছড়িয়ে পড়ে। তাদের দোকানের বর্তমানে জ্বরে আক্রাš— শিশু রোগীদের ভীড় রয়েছে। তাদের দোকানের সিরাপ ও ঔষধ শেষ হয়ে গেছে। প্রতিনিয়ন থেমে থেমে এ জ্বরে শিশুরা আক্রাš— হচ্ছে। তাই হঠাৎ এরকম জ্বর দেখা দেওয়ায় শিশুদের অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এ বিষয়ে বড়ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরউজ্জামান মনির জানান, পালট, বড়ইয়া ও দক্ষিন বড়ইয়া গ্রামের আনুমানিক ৭০ জনের বেশি ছোট শিশু হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে পড়েছেন। এ বিষয়ে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার আবুল খায়ের রাসেল জানান, আবহাওয়া গত কারনে শিশুরা জ্বরে আক্রান্ত হতে পারে। তবে শিশুধের না দেখে বলা যাচ্ছে না তারা কোন ধরনের রোগে আক্রান্ত হয়েছেন। তিনি আরও জানান, গত ৩ দিনে স্বাস্থ্য কেন্দ্রে অর্ধশতাধিক জ্বরে আক্রান্ত শিশুকে চিকিৎসা দেয়া হয়েছে।
মোঃ সাইফুল ইসলাম
রাজাপুর, ঝালকাঠী