বগুড়ায় জামায়াত-পুলিশ কয়েক দফা সংঘর্ষ: নিহত-৬ আহত হয়েছেন আরো অর্ধশত।

সাইদ, জি নিউজ বিডি ডট নেট ,বগুড়া: হরতাল চলাকালে বগুড়ায় জামায়াত-শিবিরের  নেতাকর্মীদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষে মহিলাসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অর্ধশত। পরিস্থিতি নিয়ন্ত্রণে বগুড়ায় সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়া হরতালে সহিংসতা ঠেকাতে বগুড়ায় সকাল সাতটা থেকেই ১৪৪ ধারা জারি করেছিল স্থানীয় প্রশাসন। জানা গেছে, ভোর সাড়ে চারটা থেকে বগুড়া শহর, শাজাহানপুর ও শিবগঞ্জে ব্যাপক তাণ্ডব চালায় জামায়াতকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্থাপনা, প্রতিষ্ঠান, উপজেলা পরিষদ, আওয়ামী লীগ ও যুবলীগ কার্যালয় এবং জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এদিকে  বগুড়া রেল স্টেশনে আগুন দিয়েছে জামায়াত-শিবিরকর্মীরা। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। শাজাহানপুরে দুইজন মহিলাসহ তিনজন, বগুড়া শহরে দুইজন ও শিবগঞ্জে একজন নিহত হয়েছেন। পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। এদের মধ্যে শিবগঞ্জের মোকামতলার মুরাদপুর গ্রামের দবির উদ্দিনের ছেয়ে দুলু মিয়ার (৩২) পরিচয় নিশ্চিত হওয়া গেছে। শাজাহানপুর উপজেলায় নিহত দুইজন নারী ও একজন পুরুষের পরিচয় এখনও জানা যায়নি। বগুড়া শহরে নিহতদের পরিচয়ও জানাতে পারেনি পুলিশ। তারপরও ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ করছে জামায়াত-শিবিরের নেতাকর্মী ও সমর্থকরা। সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ৫০জন আহত হয়েছেন। এছাড়াও হরতাল সমর্থকরা শহরের জ্বলেশ্বরীতলায় করতোয়া কুরিয়ার সার্ভিস এর প্রধান কার্যালয়,  বিআরটিসি পরিচালক শুভাশীষ পোদ্দারের অফিস, এসএ পরিবহন ও এসএ টিভির কার্যালয়সহ বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও আগুন দেয় জামায়াত-শিবির কর্মীরা।

Exit mobile version