৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন শুরু হয়েছে ঢিলেঢালাভাবে।

ঢাকা, জি নিউজ প্রতিনিধি ঃ রাজধানী জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ঢিলেঢালাভাবে সোমবার দ্বিতীয় দিনের মতো হরতাল পালন করছে জামায়াতে ইসলামী ।
হরতালে সংখ্যায় কম হলেও ভোর থেকেই রাজধানীর সড়কগুলোতে রিকসা ও সিএনজিসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। সকালের প্রথমভাগে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূর পাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে কমলাপুর স্টেশন থেকে সব ট্রেন যথারীতি ছেড়ে গেছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন খান।

যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীজুড়ে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন সড়কে পুলিশের পাশাপাশি র‌্যাবের কড়া নজরদারি রয়েছে। হরতালে নাশকতা এড়াতে রাজধানীতে রাতেও বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, হরতালে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে তারা প্রস্তুত আছেন।

এদিকে, হরতাল প্রত্যাখ্যান করে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে গণজাগরণ মঞ্চ।

Exit mobile version