জি নিউজ ঃ-রাজশাহীতে ছাত্রশিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও ব্যাপক লাঠিচার্জ করে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ৫ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনকে নিঃশর্ত মুক্তি এবং রাজশাহী মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখার বেশ কয়েকজন আটক হওয়া নেতাকে আদালতে হাজির করার দাবিতে শনিবার দুপুর ১২টার দিকে নগরীর বাটার মোড় এলঅকা থেকে বিক্ষোভ মিছিল বের করে শিবির। ছাত্রশিবিরের মহানগরী শাখার সাংগঠনিক সম্পাদক মারুফুল ইসলাম নেতৃত্বে মিছিলটি রাণীবাজারে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশের চেষ্টা করলে ব্যাপক লাঠিচার্জ ও অন্তত ৫০ রাউন্ড রাবার বুলেট, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও গ্যাস গ্রেনেড নিক্ষেপ করে। এসময় শিবির কর্মীরাও পুলিশ লক্ষ্য করে পাল্টা ইটপাটকেল নিক্ষেপ বরে। এসময় তারা কয়েকটি অটোরিকশা ভাঙচুর করে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে বলে শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়। ঘটনাস্থল থেকে পাঁচ শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার পুলিশ। এদিকে মহানগর পুলিশ কমিশনার এসএম মনির-উজ-জামান বলেন, শিবির বিক্ষোভ মিছিলের নামে বেশ কয়েকটি স্থানে গাড়ি ভাঙচুরসহ নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নাশকতা সৃষ্টির আশঙ্কায় কয়েকজনকে আটক করে।