অনলাইন ডেস্ক ,জি নিউজঃ- আসামে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে চার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। অনেক গ্রাম এখন পানির নিচে। গতকালও সেখানে ৩০টির বেশি গ্রাম পানিতে তলিয়ে গেছে। ১১টি জেলায় লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছে। এতে আরও বলা হয়, জুন থেকে সৃষ্ট এবারের বন্যায় মরিগাঁও জেলায় মারা গেছে একজন। বন্য প্রাণী সংরক্ষণাগার কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ও পবিতোরা উইল্ডলাইফ স্যাংচুয়ারিতেও পানি ঢুকেছে। এ সপ্তাহের শুরুর দিকে প্রধানমন্ত্রী মনমোহন সিং আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ-এর সঙ্গে কথা বলেছেন এ নিয়ে। তিনি তরুণ গগৈ’কে কেন্দ্রীয় সব রকম সহায়তা দেয়ার সব রকম আশ্বাস দিয়েছেন। ধেমাজি ও চিরাং জেলায় দুর্গত ৩০০০ মানুষের জন্য ৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পরিসংখ্যানে বলা হয়েছে, এ বন্যা ৬১০০ হেক্টর কৃষিজমি পানিতে তলিয়ে গেছে। তাতে ছিল ফসল। এর মধ্যে বেশির ভাগই ধানক্ষেত। সেগুলো একেবারে ধ্বংস হয়ে গেছে। গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত ব্রহ্মপুত্র নদের পানি জোরহাট হেলার নেমাতিঘাতে, এর শাখানদী বারহিডেহিং, দেসাং, জাই ভারালি, পুটিমারি, বেকি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।এ খবর বার্তা সংস্থা ডিএনএ /এর