ভারতের আসামে ভয়াবহ বন্যা ব্রহ্মপুত্র বিপদসীমার উপরে

asamঅনলাইন ডেস্ক ,জি নিউজঃ- আসামে ভয়াবহ বন্যা দেখা দিয়েছেএতে চার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছেঅনেক গ্রাম এখন পানির নিচেগতকালও সেখানে ৩০টির বেশি গ্রাম পানিতে তলিয়ে গেছে১১টি জেলায় লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছেএতে আরও বলা হয়, জুন থেকে সৃষ্ট এবারের বন্যায় মরিগাঁও জেলায় মারা গেছে একজনবন্য প্রাণী সংরক্ষণাগার কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ও পবিতোরা উইল্ডলাইফ স্যাংচুয়ারিতেও পানি ঢুকেছে সপ্তাহের শুরুর দিকে প্রধানমন্ত্রী মনমোহন সিং আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ-এর সঙ্গে কথা বলেছেন এ নিয়েতিনি তরুণ গগৈকে কেন্দ্রীয় সব রকম সহায়তা দেয়ার সব রকম আশ্বাস দিয়েছেনধেমাজি ও চিরাং জেলায় দুর্গত ৩০০০ মানুষের জন্য ৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছেপরিসংখ্যানে বলা হয়েছে, বন্যা ৬১০০ হেক্টর কৃষিজমি পানিতে তলিয়ে গেছেতাতে ছিল ফসলএর মধ্যে বেশির ভাগই ধানক্ষেতসেগুলো একেবারে ধ্বংস হয়ে গেছেগতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত ব্রহ্মপুত্র নদের পানি জোরহাট হেলার নেমাতিঘাতে, এর শাখানদী বারহিডেহিং, দেসাং, জাই ভারালি, পুটিমারি, বেকি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল খবর বার্তা সংস্থা ডিএনএ /এর

Exit mobile version