অনলাইন ডেস্ক ,জি নিউজ ঃ- সাগরতলে সাবমারসিবল নিয়ে ডুব দিলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভাদিমির পুতিন। কয়েকশ’ ফুট নিচে ঠাঁই পাওয়া প্রায় দেড়শ বছর পুরানো এক যুদ্ধজাহাজ দেখতে ডুব দিলেন তিনি। সাগরের কয়েকশ ফুট নিচে উনিশ শতকে ডুবে যাওয়া একটি কাঠের যুদ্ধজাহাজের অবস্থান নিশ্চিত করে রাশিয়ান জিওগ্রাফিক সোসাইটি। যুদ্ধজাহাজটি ১৮৬৯ সালে ফিনল্যান্ডের উপসাগরে ডুবে যায়। এই জাহাজটি দেখতেই একটি সাবমারসিবলে (বিশেষ ধরনের ছোট সাবমেরিন) করে ডুব দেন ভাদিমির পুতিন। প্রায় ২০ মিনিট পানির নিচে থাকেন তিনি। এই সময় তার পরনে ছিল কালো জ্যাকেট, নীল জিন্স এবং সাদা স্নিকার্স। রয়টার্স জানায়, নিজের ইমেজ আরো গ্রহণযোগ্য করতেই সাগরতলে ডুব দিয়েছেন ভ্লাদিমির পুতিন। বর্তমানে তৃতীয় দফায় ক্ষমতায় রয়েছেন প্রেসিডেন্ট পুতিন। ২০১১-১২ সালে তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ পালন করে সাধারণ মানুষ। সূত্র: গার্ডিয়ান।