সাবেক সাংসদ হেমায়েত উল্লাহ আওরঙ্গসহ পাঁচজন সড়ক দুর্ঘটনায় নিহত

জি নিউজঃ- ঢাকা-মাওয়া সড়কের মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খানবাড়ি স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেনসাবেক সাংসদ হেমায়েত উল্লাহ আওরঙ্গসহ পাঁচজন আওরঙ্গ শরীয়তপুর-আসনের (ডামুড্যা) আওয়ামী লীগ দলীয় সাবেক সাংসদ বর্তমানে বিএনপির কেন্দ্রীয়  নির্বাহী কমিটির সদস্যআজ শনিবার বেলা সাড়ে তিনটার সময় একটি বাস জিপের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটেস্থানীয় যুবদল আয়োজিত একটি ইফতার মাহফিলে অংশ নিতে আওরঙ্গ ঢাকা থেকে শরীয়তপুরে যাচ্ছিলেননিহত অন্য ব্যক্তিরা হলেন—মুন্সি জামাল উদ্দিন, ইয়াসিন, রতন তালুকদার নূরউদ্দিনতাঁরা সবাই বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মী বলে জানা গেছেশ্রীনগর থানায় নিহত লোকজনের মৃতদেহ রাখা হলে স্বজনেরা এসে তাঁদের শনাক্ত করেনছাড়া দুর্ঘটনায় আরও সাতজন আহত হয়েছেনএর মধ্যে নূরুজ্জামান জালালের অবস্থা গুরুতরতাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছেলৌহজং থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ দুর্ঘটনার বিষয়ে জানান  বেলা সাড়ে তিনটার দিকে হেমায়েত উল্লাহ আওরঙ্গর গাড়িটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা গাঙচিল পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হনআওরঙ্গের মৃত্যুতে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন

 

জি নিউজ/তাঃ-০৩-৮-২০১৩

Exit mobile version