বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা
জি-নিউজ
বিশেষ প্রতিনিধি, জি নিউজঃ- বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া পবিত্র ঈদুল ফিতরে দেশ-বিদেশের সকল মুসলমানকে শুভেচ্ছাজানিয়েছেন, একশুভেচ্ছা বাণীতে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশসহবিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মুবারক।তিনি বলেন, ব্যক্তি জীবনকে সুন্দর, পরিশুদ্ধ ও সংযমি করে গড়ার লক্ষে মোমিনমুসলমানেরা মাসব্যাপী সিয়াম সাধনার পর অনাবিল আনন্দের বার্তা নিয়ে ঈদুলফিতর সমাগত। বিশ্ব মুসলিমের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর । আর ঈদুল ফিতরেরউৎসবে সমাজের সকল ভেদরেখা ও সীমানা অতিক্রম করে মানুষে মানুষে মহামিলনঘটায় ও সৃষ্টি করে পরষ্পরের প্রতি আন্তরিক শুভেচ্ছাবোধ। খালেদা জিয়া বলেন, ধনী-গরিব, উঁচু-নিচু নির্বিশেষে সকল মানুষকে এক কাতারে দাঁড় করায়।হানাহানি, হিংসা, বিদ্বেষ ও তিক্ততার গ্লানি থেকে মানুষের মনকে একস্বর্গীয় শান্তি ও সম্প্রীতির চেতনা দান করে ঈদুল ফিতরের উৎসব। তাই এইউৎসবের দিনে প্রতিটি মুসলমান নর-নারী সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়েআনন্দকে একত্রে উপভোগ করতে হবে।এদিকে, ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের আন্তরিকশুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলইসলাম আলমগীর। বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণকামনা করেন তিনি, জি নিউজ/তাঃ- ০৭ আগস্ট ২০১৩