স্টাফ রিপোর্টার,জি নিউজঃ-কক্সবাজার সমুদ্র সৈকত আসন্ন ঈদ-উল-ফিতরে পর্যটক শূন্য থাকবে দেশের অন্যতম দর্শনীয় স্থান, জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের কারণে অন্যান্য সময়ের মতো এবারের ঈদে পর্যটন নগরী কক্সবাজারে যাচ্ছেন না পর্যটকরা। প্রতি বছর ঈদের সময় দেশি-বিদেশি পর্যটকরা ছুটি উদযাপন করতে কক্সবাজার আসেন। এখান থেকেই রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি বেড়াতে যান তারা। এবারের হরতালের কারণে অধিকাংশ পর্যটক তাদের বুকিং বাতিল করে দিয়েছিলেন। জামায়াত পরে হরতালের তারিখ পরিবর্তন করায় এরপরও যারা আসতে চেয়েছিলেন, তাদের অনেকেও না আসার সিদ্ধান্ত নিচ্ছেন। ঈদের সময়টাতে কক্সবাজারে প্রতিদিন প্রায় সোয়া লাখ পর্যটক বেড়াতে আসেন। আশঙ্কা করা হচ্ছে, এবার তা ২৩ হাজারে নেমে আসবে। ফলে কক্সবাজারের প্রায় ৩শ’ হোটেলের মালিক প্রায় সাড়ে ৪ হাজার কর্মচারী নিয়ে বিপাকে পড়বেন। জামায়াতের ডাকা এ হরতাল কেবল কক্সবাজারেই নয়, পুরো পর্যটন শিল্পের ওপর বড় ধরনের আঘাত আনবে বলে মনে করেন হোটেল মালিকরা ।