অনলাইন ডেস্ক, জি নিউজঃ- ভারত অধিকৃত কাশ্মিরে সাম্প্রদায়িক দাঙ্গায় দুই জন নিহত হয়েছে। এ ঘটনার পর সেখানে কারফিউ জারি করেছে প্রশাসন।গত শুক্রবার ঈদের নামাজের পর সেখানে হিন্দু-মুসলমান দাঙ্গা শুরু হয়।ফক্স নিউজ জানায়, দাঙ্গাপীড়িত কিশ্তওয়ার অঞ্চলে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। সেখানে পরিস্থিতি এখন থমথমে। প্রধান সড়কগুলোতে সাঁজোয়া যান নিয়ে টহল দিচ্ছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। আতঙ্ক ছড়াতে মাঝে মধ্যেই ফাঁকা গুলি ছুড়ছে তারা। এর মাধ্যমে তারা এলাকার বাসিন্দাদের জানিয়ে দিচ্ছে, কোনোভাবেই ঘরের বাইরে বের হওয়া যাবে না। শেষ খবর পাওয়া পর্যন্ত শনিবার দাঙ্গার কোনো ঘটনা ঘটেনি। শুক্রবার কাশ্মিরে মুসলমানদের পবিত্র ঈদ উৎসব পালনের সময় হিন্দুদের সঙ্গে দাঙ্গা বাধে। সরকারি সূত্র জানায়, এর ফলে দুইজন নিহত ও ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও দাঙ্গার সময় ৮০টির বেশি দোকান ও গাড়ি পোড়ানো হয়েছে। সূত্র: ওয়েবসাইট