বিএনপি ক্ষমতায় গেলে নতুন ধারার সরকার গঠন করা হবে- খালেদা জিয়ার

জি নিউজঃ-আগামীতে সরকার গঠন করলে বিএনপি কীভাবে রাষ্ট্র চালাতে চায় সে বিষয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনাকে বললেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ,গতসোমবার রাত ১০টার দিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান ড্যান মজীনাএর আগে রাত পৌনে ৯টায় শুরু হওয়া বৈঠক চলে প্রায় পৌনে এক ঘণ্টা এদিকে হরতাল দেয়াকে যুক্তরাষ্ট্র সর্মথন করে কিনা এমন প্রশ্নের জবাবে ড্যান মজিনা বলেন, যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ গণতান্ত্রিক চর্চায় বিশ্বাস করেকোন ধরনের সহিংসতাকে সর্মথন করে নাগণতন্ত্রে সবার মত প্রকাশের স্বাধীনতা আছেতবে তা শান্তিপূর্ণভাবে করতে হবেগণতন্ত্রে সহিংসতার কোন স্থান নেই তিনি বলেন, হরতাল একটি সহিংস কর্মসূচিযে কোনো মানুষ তার প্রতিবাদ শান্তিপূর্ণভাবে জানাতে পারেকোনো সংঘাত-সহিংসতা আমরা দেখতে চাই নানির্বাচন নিয়ে দেশের রাজনৈতিক সঙ্কট সর্ম্পকে খালেদা জিয়া বলেছেন, সরকার দাবি মেনে নিলে আমাদের হরতাল দেয়ার প্রয়োজন হবে নাবিএনপি ক্ষমতায় গেলে নতুন ধারার যে সরকার গঠন করা হবে সেখানে মেধার ভিত্তিতে সকলকে দেশ গড়ার কাজে লাগানো হবেএক্ষেত্রে নতুন প্রজন্মকে অধিক প্রাধান্য দেয়া হবেজ্বালানী খাতকে বিশেষ গুরুত্ব দেয়া হবেবিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সর্ম্পক জোরদার করা হবে, এদিকে জিএসপি সুবিধা ফিরিয়ে দেয়ার ব্যাপারে একপ্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনা  বলেন, ওয়াশিংটনে আমি বেশ  কয়েকটি কনফারেন্সে অংশ নিয়েছিসেখানে নিয়ে আলোচনা হয়েছেশ্রমিকদের অধিকার নিশ্চিত করার বিষয়টি তুলে ধরা হয়েছেআশাকরি, বাংলাদেশ সরকার কার্যকর ভূমিকা রাখবে যাতে ভবিষ্যতে তাজরীন, রানাপ্লাজার মতো মর্মান্তিক দুঘর্টনার আর পুনরাবৃত্তি না ঘটেএসময় আর্ন্তজাতিক সন্ত্রাস দমনের ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করারও আশ্বাস দেন মার্কিন রাষ্ট্রদূত এই সময় বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান,

Exit mobile version