কনিয়া-চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১২’র মিলনমেলা, সেরা হলেন বৃষ্টি মুৎসুদ্দী

স্টাফ রিপোর্টার: সেটের উপর গ্যালারির দুই অংশে ৫০জন করে ছেলে-মেয়ে। তাদের হাতে প্রজ্জ্বলিত মোমবাতি। মঞ্চে চ্যানেল আই সেরাকণ্ঠ এবং ক্ষুদে গানরাজের ১৫ জন করে শিল্পী। তাদের সঙ্গে পাঁচটি নাচের দল। তারা একে একে পারফরমেন্স করলো ‘ধন ধান্যে পুসষ্পভরা …, সংকোচের ও বিহ্বলতা…, শিকল পরা ছল…, কারার ঐ লৌহ কপাট…এবং ভয় কি মরণে গানের সঙ্গে। আর এভাবেই চ্যানেল আই সেরাকণ্ঠ এবং ক্ষুদে গানরাজদের দুর্দান্ত পারফরমেন্সের মধ্য দিয়েই শুরু হয় ‘কনিয়া চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১২-এর গ্র্যান্ড ফিনালের জমজমাট অনুষ্ঠান। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসেছিল এ গ্র্যান্ড ফিনালের আসর। আর এ আসরের মধ্য দিয়েই ভাঙলো মাস কয়েকের এক মিলনমেলা। কনিয়া-চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১২ শিরোনামে যে মেলায় গানের প্রতিযোগিতায় মেতে উঠেছিল অসংখ্য সম্ভাবনাময় সংগীতশিল্পী। বুধবারের চোখ ধাঁধানো গ্রান্ড ফিনালের মাধ্যমে বাংলাদেশ খুঁজে পেয়েছে কনিয়া-চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১২।  কনিয়া-চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১২ হয়েছেন চট্টগ্রামের মেয়ে বৃষ্টি মুৎসুদ্দী। প্রথম রানার আপ যৌথভাবে নিড় ও শাহিন এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন অর্ণা। পুরস্কার হিসেবে বিজয়ীরা পেয়েছেন যথাক্রমে পাঁচ লাখ, তিন লাখ এবং দুই লাখ টাকা। এছাড়া এএসটি বেভারেজ লি.-চ্যানেল আই’র পক্ষ থেকে গিফট হ্যাম্পার, ইমপ্রেস অডিও ভিশনের সুযোগ-সুবিধা এবং চ্যানেল আইয়ের বিভিন্ন শো’তে অংশগ্রহণের সুযোগ পাবেন বিজয়ীরা। গ্র্যান্ড ফিনালের আসরে প্রথম পারফরমেন্সের পর মঞ্চে আসেন উপস্থাপিকা কোনাল। তিনি বিচারকদের আহ্বান জানান আসন নিতে। প্রতিযোগিতার প্রধান তিন বিচারক সৈয়দ আবদুল হাদী, সাবিনা ইয়াসমিন ও কুমার বিশ্বজিৎ বসলেন বিচারকের আসনে। এরপর মুক্তা বাউলের নেতৃত্বে ঢোল, হারমোনিয়াম, বাঁশি, একতারা, দোতারার সুরে আবার মঞ্চ মাতান সেরাকণ্ঠ ও ক্ষুদে গানরাজ শিল্পীরা। এরপর পরই স্বাগত বক্তব্য রাখেন ইমপ্রেস টেলিফিল্ম লিঃ, চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, এবং এএসটি বেভারেজ লি.-এর চেয়ারম্যান হারুনুর রশীদ। তাদের বক্তব্য শেষে মঞ্চে আসেন রেজওয়ানা চৌধুরী বন্যা সঙ্গে ইমন ও কুসুম সিকদার। তাদের সঙ্গে তিনজোড়া  ব্যালে ড্যান্সার। গান হলো-‘তুমি আমার হৃদয়ের গহীনে..’। গান আর স্বর্গের অপ্সরার সঙ্গে মর্ত্যের ছেলের প্রেম কাহিনী দুর্দান্ত এক কোরিওগ্রাফিতে ফুটিয়ে তোলা হলো। মুগ্ধ হলেন দর্শক। জয় হলো মানুষের, জয় হলো ভালবাসার। এরপর দেখানো হয় কনিয়া-চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১২-এর জার্নির অডিও-ভিজুয়্যাল। এরপর ১০ প্রতিযোগী শাহীন, সোহান, মেহেদী, বাপ্পি, নীড়, বিপুল, অর্ণা, মুনা, বৃষ্টি ও বন্যা গাইলেন পর পর ১০টি জনপ্রিয় গান। তাদের মনোমুগ্ধকর পরিবেশনার পর মঞ্চে আসেন মেহের আফরোজ শাওন ও ক্ষুদে গানরাজের শিল্পীরা। শাওনের কণ্ঠে পরিবেশিত হয় ‘যদি মন কাঁদে ফিরে এসো…’ গানটি। শাওনের গানের পর ফেরদৌস আরার কণ্ঠে নজরুল সংগীতের ফিউশন দর্শক মনে দোলা দিয়ে যায়। এরপর মঞ্চে আসেন গত তিন বছরের সেরাকণ্ঠ ঝিলিক, কোনাল ও মুগ্ধ। তাদের সঙ্গে এ বছরের শীর্ষ দশ প্রতিযোগী। তাদের কণ্ঠে ছিল জাগরণ, দ্রোহ ও বিদ্রোহের গান। তারপর আসে সেই মাহেন্দ্রক্ষণ, ঘোষণা করা হয় কনিয়া চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১২-এর নাম। পুরো অনুষ্ঠানটি চ্যানেল আই সন্ধ্যা সাতটার সংবাদের পর থেকে সরাসরি সমপ্রচার করে। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন ইজাজ খান স্বপন।

Exit mobile version