মালয়েশিয়ার পাহাং রাজ্যের সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশীসহ নিহত ৩৭

Malaysia_crashঅনলাইন ডেস্ক:জি নিউজঃ- মালয়েশিয়ার পাহাং রাজ্যের গেনতিং পাহাড়ি এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই বাংলাদেশী নাগরিকসহ কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেনএসময় চারজন বাংলাদেশীসহ ১৬ জনকে আহত অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছেগতকাল বুধবার বিকালে এ দুর্ঘটনা ঘটেবাসটি রাস্তা থেকে ছিটকে ২০০ ফুট নিচে খাদে পড়ে যায়নিহত দুই বাংলাদেশী হলেন- রফিক আলী চৌধুরী, রফিক আলী ভূইয়া বাচ্চুআহত বাংলাদেশিরা হলেন- এস ই আলী হায়দার (৪৬), রওনক আরেফিন (১৪), রাশেদ ভূঁইয়া (৫০), রেজওয়ান আরেফিন (২৪)তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বিবিসির খবরে বলা হয়, যাত্রীবাহী বাসটি কুয়ালালামপুর যাওয়ার পথে গতকাল বিকেলে গেনতিংয়ের কাছে রাস্তা থেকে ছিটকে ২০০ ফুট নিচে খাদে পড়ে যায় দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিসের শতাধিক সদস্য, পুলিশ এবং চিকিত্সা কর্মকর্তারাবাসটি অনেক বেশি গভীরে পড়ে যাওয়ার কারণে উদ্ধারকর্মীদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে।  রশি ও ক্রেন দিয়ে উদ্ধারকাজ চালাতে গেন্টিংয়ে মালয়েশিয়ার একমাত্র বৈধ ক্যাসিনো রয়েছেএ ছাড়া ওই এলাকায় প্রচুর দেশি-বিদেশি পর্যটক বেড়াতে যান জি নিউজঃ-তাঃ-বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০১৩

Exit mobile version