বিএনপিকে ছোট দল মনে করলে ভুল করবেন’

farukkঢাকা প্রতিনিধি , জি নিউজ: আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিরোধীদলীয় প্রধান হুইপ ফারুক বলেন, বিরোধী দল দমন কমিটি গঠনের জন্য প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন। রাজনৈতিক সঙ্কটের অবসানে আলোচনার কথা বললেও তাতে সরকারের আন্তরিকতা নেই বলেও দাবি করেন তিনি। পুলিশ সারাদেশে নির্বিচারে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর গুলিবর্ষণ করছে। দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়েক কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে জামায়াতি তাণ্ডবের প্রেক্ষাপটে জেলায় জেলায় সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।বিরোধী দলের সঙ্গে আলোচনা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় ফারুক বলেন, সরকার একদিকে আলোচনার প্রস্তাব দিচ্ছে। অন্যদিকে বিরোধী দল দমন কমিটি গঠনের ঘোষণা দেয়া হচ্ছে। এ থেকে প্রমাণ হয়, সরকার আলোচনার ব্যাপারে আন্তরিক নয়। বর্তমান সংঘাতের জন্য সরকারকে দায়ী করে বিএনপির প্রচার সম্পাদক বলেন, দেশকে আর অশান্তি ও নৈরাজ্যের দিকে ঠেলে দেবেন না। আপনারা জনগনের পক্ষে থাকলে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন। সংসদে এ সংক্রান্ত বিল উপস্থাপন করুন। তা না হলে সারাদেশে ‘জনতার মুক্তি মঞ্চ’ নির্মাণ করে সরকারকে ওই দাবি মানতে বাধ্য করা হবে, হুঁশিয়ার করেন তিনি। দলীয় সরকারের অধীনে নির্বাচনের পরিকল্পনা বাদ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে ফারুক বলেন, বিএনপিকে ছোট আকারের দল মনে করলে ভুল করবেন। এটা কলকাতার থিয়েটার রোডের দল নয়, এটি মুক্তিযোদ্ধাদের দল।জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে শুক্রবার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিলের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধান বিরোধী দল হিসেবে বিএনপিকে যথাযথ মর্যাদা দেয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

Exit mobile version