ফরাসি প্রতিবেদনেও ‘রাসায়নিক হামলার’ তথ্য

অনলাইন ডেস্ক, জি নিbbc b 3উজঃ- সিরিয়ায় হামলা নিয়ে ফ্রান্সের সেই গোয়েন্দা রিপোর্ট ফ্রান্স একটি গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে বলা হচ্ছে, গত মাসে দামেস্কের কাছে যে হামলা হয়েছিল, সেখানে ব্যাপক পরিমাণে রাসায়নিক পদার্থ ব্যাবহার করা হয়েছিলো এবং সিরিয়ার সরকারের নির্দেশেই হয়েছিল ওই হামলা একুশে অগাস্টের হামলার উপর প্রকাশিত ওই প্রতিবেদনে আরও বলা হচ্ছে, ঘটনাস্থলে যে রকেট হামলা চালানো হয় তার কারিগরি বিশ্লেষণে দেখা যাচ্ছে সেগুলোকে রাসায়নিক অস্ত্র হিসেবে তৈরি করা হয়েছিলো আর হামলার পর প্রমাণ মুছে ফেলতে আরও এক দফা বোমা হামলা চালায় সরকারী বাহিনী ফরাসি পার্লামেন্টে প্রতিবেদনটি উপস্থাপন করেন দেশটির প্রধানমন্ত্রী জ্যঁ ম্যাক ইহু এদিকে, ফরাসী একটি সংবাদপত্রে দেয়া সাক্ষাতকারে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ এই বলে সতর্ক করে দিয়েছেন যে, পশ্চিমারা যদি সিরিয়ায় হামলা চালায় তবে তা একটি আঞ্চলিক যুদ্ধ উসকে দেবে আর ফ্রান্স যদি এ ধরণের যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে তাকেও ফল ভোগ করতে হবে এ খবর বিবিসি বাংলার তাঃ- মঙ্গলবার, সেপ্টেম্বর ২০১৩

Exit mobile version