দিল্লির বাসে গণধর্ষণর চার আসামীর মৃত্যুদন্ড

অনলাইন ডেস্ক, জি নিউজঃ- ভারতের এক আদালত দিল্লির বাসে গণধর্ষণ এবং হত্যা মামলায় চার ব্যক্তিকে ফাঁসির দন্ড দিয়েছে গত বছরের ডিসেম্বরে চলন্ত বাসে এক তরুণীকে ধর্ষণ এবং হত্যার মামলায় আদালত এর আগে এই চারজনকে দোষী সাব্যস্ত করেছিল আদালতে রায় ঘোষণার পর দন্ডপ্রাপ্ত একজন কান্নায় ভেঙ্গে পড়ে গত ডিসেম্বরে দিল্লিতে এই ধর্ষণের ঘটনা ভারত জুড়ে তোলপাড় সৃষ্টি করেছিল ভারতে এই ঘটনার পর ধর্ষণ এবং যৌন হয়রানির জন্য আরও কঠোরতর সাজার আইন করার দাবিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়রায় ঘোষণা করে বিচারক বলেন, এই ঘটনা ভারতীয় সমাজের ‘সম্মিলিত বিবেক’কে নাড়া দিয়েছেএ কারণে এই মামলায় দোষীদের যথাযোগ্য সাজা হচ্ছে মৃত্যুদন্ড, এই একই মামলায় দোষী সাব্যস্ত এক কিশোরকে এর আগে আদালত তিন বছরের সাজা দেয় মামলায় ষষ্ঠ এক সন্দেহভাজন এর আগে কারাবন্দী অবস্থায় মারা যায় মৃত্যুদন্ডপ্রাপ্ত চার জন এই রায়ের বিরুদ্ধে সুপ্রীম কোর্টে আপীল করতে পারবেনসেখানে তাদের আপীল খারিজ হলে তারা শেষ চেষ্টা হিসেবে প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষার আবেদন জানাতে পারবেন খবর বিবিসিবাংলার  তাঃ-শুক্রবার,১৩ সেপ্টেম্বর, ২০১৩

Exit mobile version