ঝিনাইগাতীতে উন্মুক্ত সংলাপ অনুষ্ঠিত

hমুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতীঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের সহযোগীতায় ১৬ সেপ্টেম্বর সোমবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে “নারীর অগ্রযাত্রা, ধর্মীয় মূল্যবোধ ও আচার অনুষ্ঠান পালনের ক্ষেত্রে বাধা নয়, বরং পরিপূরক”- বিষয়ক এক উন্মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়। উক্ত সংলাপে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। সংলাপে অত্র উপজেলার বিভিন্ন স্তরের নারী ও পুরুষ অংশ গ্রহণ করে। সংলাপ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা হক কোহিনুর, নির্বাহী ম্যাজিষ্ট্রেট দিলরুবা আহমেদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলখুশ জাহান, , সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জমশেদ আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহরিনা জাহান, , উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব শরিফ উদ্দিন সরকার, আঃ ওয়াহাব মন্ডল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সাংবাদিকগণ, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ¯স্বেচ্ছাসেবী সংগঠনের সভানেত্রীগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Exit mobile version