পাকিস্তান উপকূলে জেগে উঠেছে আরো ২ দ্বীপ; চলছে পরীক্ষা-নিরীক্ষা

pppppppppppppppppp 26অনলাইন ডেস্ক, জি নিউজঃ- গোয়াদার বন্দরের কাছে জেগে ওঠা দ্বীপে পর্যবেক্ষক দলের সঙ্গে স্থানীয় লোকজনের ভিড়, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভয়াবহ ভূমিকম্পের পর গোয়াদার বন্দরের কাছে জেগে উঠেছে আরো দু’টি দ্বীপপাকিস্তানের ইংরেজি দৈনিক ডন নিউজ এ খবর দিয়েছে এর আগে, মঙ্গলবার ভূমিকম্পের দিনই গোয়াদার বন্দর থেকে মাত্র ২০০ মিটার দূরে আরব সাগরের বুকে জেগে ওঠে প্রথম একটি দ্বীপগত (বুধবার) এ নিয়ে রেডিও তেহরানসহ বিভিন্ন মিডিয়ায় বিস্তারিত খবর প্রকাশিত হয়।     নতুন দু’টি দ্বীপ সম্পর্কে স্থানীয় জেলে ও উপজাতি লোকজনের বরাত দিয়ে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার-এর টেকনিক্যাল অ্যাডভাইজার মুহাম্মাদ মোয়াজ্জেম খান এ খবর দিয়েছেনতারা মোয়াজ্জেম খানকে বলেছেন, বিদোক ও বল গ্রাম থেকে কয়েক মাইল দূরে ওরমারা ও পাসনি উপকূলের কাছে এ দু’টি দ্বীপ জেগে উঠেছেতিনি জানান, গতমঙ্গলবার ভূমিকম্পের পর দ্বীপ দু’টি জেগে ওঠেতাদের একটি দল বৃহস্পতিবার দ্বীপ দু’টি ঘুরে দেখবে এবং তারপর এ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে এর আগে, বুধবার পাকিস্তানের ন্যাশনাল ইনস্টিটিউট ফর ওশেনোগ্রাফি বা এনআইও’র একটি প্রতিনিধিদল গোয়াদার বন্দরের কাছে জেগে ওঠা দ্বীপ ঘুরে দেখেছেপ্রতিনিধিদলের সদস্যরা সেখানে মিথেন গ্যাসের উপস্থিতি শনাক্ত করেছেন এবং তারা বিভিন্ন ধরনের পাথর, পানি ও কাদা নিয়ে গেছেন পরীক্ষার জন্য এনআইও’র সদস্য ড. আসিফ ইনাম জানান, গোয়াদার বন্দরের কাছের এ দ্বীপটি ৫০ মিটার লম্বা, ২০ মিটার  চওড়া এবং সমদ্রপৃষ্ঠ থেকে ১০ মিটার উঁচুতিনি আরো জানান, এ দ্বীপ থেকে যে মিথেন গ্যাস বের হচ্ছে তা সরাসরি গৃহস্থালির কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়তবে, বিশেষজ্ঞরা বলছেন, এ দ্বীপ স্থায়ী হবে না বরং কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসের মধ্যে সমুদ্রে বিলীন হয়ে যেতে পারে২০১১ সালেও এ ধরনের একটি দ্বীপ জেগে উঠেছিল কিন্তু তা স্থায়ী হয়নিখবর  রেডিও তেহরান,তাঃ- বৃহস্পতিবার,২৬ সেপ্টেম্বর ২০১৩

Exit mobile version