আওয়ামীলীগ সরকারকে বিজয়ী করার অনুরোধ করেন ইঞ্জিনিয়ার এ,কে,এম, ফজলুল হক চাঁন এমপি

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতীঃ শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলা পরিষদ হল রুমে ৪ অক্টোবর শুক্রবার সকালে শেরপুর জেলার এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শরীফ হোসেনের সভাপতিত্বে “ পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী (জঊজগচ) শীর্ষক” প্রকল্পের ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন ইউনিয়নের মহিলা কর্মীদের চুক্তির মেয়াদ ৩০ জুন/১৩ তারিখে শেষ হওয়ায় তাদের সঞ্চয়কৃত অর্থ ফেরত প্রদান সংক্রান্ত এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রকৌশলী আমির হোসেনের স্বাগতিক বক্তব্যের পর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এ, কে, এম, ফজলুল হক চাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জমশেদ আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ এস, এম, এ, ওয়ারেজ নাইম, উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান জেবুন্নেছা হক কোহিনুর। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী থানার নবাগত অফিসার ইনচার্জ (অছি) গোলাম হায়দার, অছি তদন্ত গোলাম মোর্শেদ তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান আকন্দ, ডেপুটি কমান্ডার দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারী আবু তাহের, ও স্থানীয় সাংবাদিকগণ। অনুষ্ঠানে এ উপজেলার ৭টি ইউনিয়নের ৭০ জন দুঃস্থ্য নারী কর্মীর মাঝে প্রতিজনকে ৬৯,৫০০/- টাকার চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। চেক বিতরনের পূর্বে প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশে মহাজোট সরকারের বিগত দিনের সকল উন্নয়নমূলক কর্মকান্ড উল্লেখ করে বলেন, গণতন্ত্রের মানস কন্যা, জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে নৌকায় ভোট দিয়ে আবারও আওয়ামীলীগ সরকারকে বিজয়ী করার অনুরোধ করেন এবং নৌকায় ভোট প্রদানের অঙ্গীকার করান।

Exit mobile version