তথ্য প্রযুক্তির বিল পাস, পরোয়ানা ছাড়াই গ্রেপ্তারের ক্ষমতা পেল পুলিশ

sangsad_parliament 7জাতীয়  সংসদ 

জি নিউজঃ-তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধে শাস্তির মেয়াদ বাড়িয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) বিল-২০১৩ গতকাল রোববার সংসদে পাস হয়েছেতথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়গত ২০ আগস্ট ২০০৬ সালের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের সংশোধনে অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি বিলে শাস্তির মেয়াদ বাড়িয়ে কমপক্ষে সাত বছর এবং সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ডের বিধান করা হয়েছে২০০৬ সালের পাস হওয়া এ আইনে সর্বোচ্চ সাজার বিধান ছিল ১০ বছরবিলে পুলিশকে কোনো রকম গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই তথ্য ও প্রযুক্তি অপরাধসংশ্লিষ্ট যেকোনো ব্যক্তিকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে এ ছাড়া প্রস্তাবিত আইনে কিছু অপরাধ জামিন-অযোগ্য করা হয়েছেআগের আইনে সব অপরাধ জামিনযোগ্য ছিলআগের আইনে মামলা করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হতোকিন্তু নতুন আইনে পুলিশ অপরাধ আমলে নিয়ে মামলা করতে পারবে  তাঃ-০৭অক্টোবর ২০১৩

 

Exit mobile version