বিশ্বের সব পরমাণু অস্ত্র ধ্বংস করতে হবে-হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি

iran 25অনলাইন ডেস্ক ,জিনিউজঃ- ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বিশ্বের সব পরমাণু অস্ত্র ধ্বংসের আহ্বান জানিয়েছেনআজ তেহরান বিশ্ববিদ্যালয়ে জুমার নামাজের খোতবায় তিনি এ আহ্বান জানান হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের নতুন আলোচনা প্রক্রিয়া প্রসঙ্গে বলেছেন, প্রথম থেকেই ইরানের পরমাণু কর্মসূচি ছিল স্বচ্ছবিশ্বের নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে-এমন কোন পদক্ষেপ ইরান কখনোই নেয়নিতিনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধ করা ইরানের ন্যায্য অধিকারচিকিতসা, শিল্প ও কৃষি চাহিদা মেটানোর ক্ষেত্রে পরমাণু প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইরানের সব পরমাণু ততপরতা অতীতের মতো এখনও আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনিএকইসঙ্গে তিনি পাশ্চাত্যের দেশগুলোর অর্থনৈতিক সংকটের কথাও তুলে ধরেনজুমা নামাজের খতিব বলেন, পাশ্চাত্যকে অবশ্যই ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে  তাঃ-শুক্রবার, ২৫ অক্টোবার ২০১৩, খবর -তেহরান রেডিও

Exit mobile version