স্বচ্ছতা তদারকিতে ডিএসই’র কমিটি

জিনিউজ- মঙ্গলবার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদন যাচাই ও কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম পর্যবেক্ষণের লক্ষ্যে ৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই’র এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, আর্থিক প্রতিবেদনে অসামঞ্জস্য তথ্য প্রদান ও পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থের ব্যবহার কোস্পানিগুলো নিশ্চিত না করার কারণে ডিএসই’র পক্ষ থেকে এসব বিষয় পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির সদস্যরা হলেন- ডিএসই’র জেনারেল ম্যানেজার জীবন চন্দ্র দাস এফসিএ, ডিজিএম মো. মনোয়ার হোসাইন এফসিএ, এজিএম নিজাম উদ্দিন আহমেদ, এজিএম ইশতিয়াক আহমেদ সোহাগ। এছাড়া, বাকি ৪ সদস্যকে বিভিন্ন শাখা থেকে নেওয়া হয়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে। সূত্র মতে, কমিটি তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা রয়েছে কি-না তা যাচাই করবে। এছাড়া, কোম্পানির পারফরমেন্সের বিষয়টি পর্যবেক্ষণ করবে ও প্রতি ১৫ দিন পর পর তদন্ত প্রতিবেদন প্রদান করবে।

Exit mobile version