এম ২৩ বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে চূড়ান্ত জয়লাভের ঘোষণা দিল কঙ্গো সরকার

rt 5অনলাইন ডেস্ক ,জি নিউজঃ- গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো সরকার দেশটির পূর্বাঞ্চলে এম২৩ বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে চূড়ান্ত জয়লাভ করেছে বলে ঘোষণা করেছে দেশটির এক সরকারি মুখপাত্র এ জয়লাভের ঘোষণা দিয়েছেনতিনি বলেন, দেশটির বাকি বিদ্রোহীরা হয় সীমান্ত অতিক্রম করে পালিয়ে গেছে অথবা আত্মসমর্পণ করেছেআত্মসমর্পনকারী বিদ্রোহীদের সব অস্ত্র-শস্ত্র  ধ্বংস করে ফেলা হয়েছে অবশ্য এম২৩ বিদ্রোহীরা এ ঘোষণা সম্পর্কে কোনো মন্তব্য করেনিএর আগে বিদ্রোহীরা যুদ্ধবিরতির যে আহ্বান জানিয়েছিল  তা প্রত্যাখ্যান করেছিল কিনশাসা সরকার এম২৩ বিদ্রোহীদের শেষ শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত বুনাগানা শহর বুধবার দখল করে নেয় কঙ্গোর সেনারাএর মধ্যে দিয়ে দেশটিতে বিরাজমান ১৮ মাসের পুরানো বিদ্রোহীদের বিরুদ্ধে সরকারি সেনাদের বিজয়ের পথ তৈরি হয়এর আগে, গত সোমবার জাতিসংঘের কঙ্গো বিষয়ক বিশেষ দূত মার্টিন কোবলার বলেন, এম২৩ বিদ্রোহের সামরিক পর্বের যে ইতি ঘটছে তা জাতিসংঘ দেখতে পাচ্ছে প্রতিবেশী দেশ উগান্ডায় এম২৩ বিদ্রোহীদের সঙ্গে কঙ্গো সরকারের শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পর গত শুক্রবার থেকে নতুন করে লড়াই শুরু হয়এর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ব্যাপক সাফল্য অর্জনের দাবি করলো সরকারি বাহিনী

২০১২ সালের এপ্রিলে নর্থ কিভু প্রদেশের রাজধানী গোমা থেকে এম২৩ গোষ্ঠীর বিদ্রোহ শুরু হয়বিদ্রোহীরা এপ্রিল মাসের আগে কঙ্গো সেনাবাহিনীর অংশ ছিলকিন্তু ২০০৯ সালের ২৩ মার্চ স্বাক্ষরিত শান্তি চুক্তি বাস্তবায়নে সরকার আন্তরিক নয় বলে অভিযোগ করে তারা সেনাবাহিনী ত্যাগ করেনএ কারণে তারা ‘এম২৩’ বিদ্রোহী হিসেবে পরিচিতকঙ্গোর এ গৃহযুদ্ধে অন্তত ৮ লাখ মানুষ তাদের ঘর-বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেএম২৩ বিদ্রোহীদের পরাজয় নিশ্চিত করা গেলে এ এলাকায় ততপর অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর কাছে তা বিপদ সংকেত হয়ে দেখা দেবেআর পরিণামে দুই দশক ধরে চলে আসা সংঘর্ষ এখন সমাপ্তির দিকে এগিয়ে যাবে বলে অনেক বিশ্লেষক আশা করছেন সূত্র- রেডিও তেহরান, তাঃ-০৫ নভেম্বর ২০১৩

Exit mobile version