সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলার ৫টি জেএসসি পরীক্ষার কেন্দ্রে ২,৪৪৫জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা রয়েছে। এরমধ্যে বারপাইকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪০৩ জন, এসএম বালিকা বিদ্যালয় ৬শ’ জন, গৈলা মাধ্যমিক বিদ্যালয় ৬২৩ জন, বাশাইল মাধ্যমিক বিদ্যালয় ৩৪১ জন ও বাগধা মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৭৮ জনসহ মোট ২,৪৪৫ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা রয়েছে। বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের প্রবেশপত্রের জন্য ১৪০টাকা ধার্য থাকলেও আগৈলঝাড়ার ৪৮টি স্কুলের পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্রের নামে ২৫০ থেকে ৩শ’ টাকা পর্যন্ত আদায় করছে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকরা। সে হিসেবে পরীক্ষার্থীদের কাছ থেকে ৩লক্ষাধিক টাকা অবৈধভাবে আদায় করেছে তারা। অতিরিক্ত অর্থ আদায়ের ঘটনায় পরীক্ষার্থীসহ অভিভাকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বোর্ড কর্তৃক ধার্যকৃত প্রবেশপত্র ফি, অতিরিক্ত অর্থ আদায় সম্পর্কে কিছুই জানিনা।