অনলাইন ডেস্ক ,জিনিউজঃ- ভারত আজ (শুক্রবার) পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি-১ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। উড়িষ্যার হুইলার দ্বীপ থেকে এ পরীক্ষা চালায় স্ট্রাটেজিক ফোর্সেস কমান্ড (এসএফসি)। সকাল ৯টা ৩৪ মিনিটে একটি ভ্রাম্যমান উত্ক্ষেপণ যন্ত্রের সাহায্যে কঠিন-জ্বালানীচালিত ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। ভারতের ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটি ১০ মিনিট আকাশে ওড়ার পর বঙ্গোপসাগরে পূর্ব নির্ধারিত একটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রটিতে একটন ওজনের একটি কৃত্রিম ওয়ারহেড বসানো ছিল। ক্ষেপণাস্ত্রটিতে স্থাপিত একটি কম্পিউটারের সাহায্যে এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ডিআরডিও’র প্রধান নিয়ন্ত্রক ভি.জি. সেকারানসহ সংস্থাটির পদস্থ কর্মকর্তারা ক্ষেপণাস্ত্র পরীক্ষার এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খবর রেডিও তেহরানএর তাঃ- শুক্রবার ০৮ নভেম্বর ২০১৩