আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা আজ

জি নিউজ  বিডি ডট নেটঃ- আজ সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) । সোমবার কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাংবাদিকদের এ কথা জানানো হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে ভাষণটি সম্প্রচার করা হবে।এ সময় উপস্থিত ছিলেন  নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী, মো. শাহনেওয়াজ এবং ইসি সচিব মোহাম্মদ সাদিক ।এদিকে  নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ গত সপ্তাহের শেষ দিকে জানিয়েছিলেন, আজ দশম জাতীয় সংসদের তফসিল ঘোষণা হবে। এর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে মহাসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।এছাড়া ‘নির্দলীয়’ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছে প্রধান বিরোধী দল বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। অন্যথায় তফসিল ঘোষণার পর দেশ অচল করে দেওয়ার হুমকিও দিয়েছে তারা। তাঃ-২৫ নভেম্বর, ২০১৩

Exit mobile version