মৌলভীবাজারে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

আব্দুল হাকিম রাজ,জি নিউজ:মৌলভীবাজার ঃ মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় গতকাল ১৭মার্চ ২০১৩ইং জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৩ ৩ম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। জাতির পিতার ৯৩ তম জন্ম ও জাতীয় শিশু দিবস উপলে বিভিন্ন সামাজিক,রাজনৈতিক সংগঠন,স্কুল কলেজ এবং জেলা প্রশাসন সহ ব্যাপক কর্মসূচী গ্রহণ করে।জেলা প্রশাসন ২দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল বর্নাঢ্য র‌্যালী, জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন,আলোচনা সভা,শিশু বিভিন্ন প্রতিযোগিতা পুরস্কার বিতরন ইত্যাদি। মৌলভীবাজার শহীদ মিনার  প্রাঙ্গন হতে সকাল ৯টায় এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক দণি করে সাইফুর রহমান অডিটরিয়ামে এসে শেষ হয়। মৌলভীবাজার জেলা প্রশাসন দিবসটি উপলে সকালে এম,সাইফুর রহমান অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক মোঃ আজিজুর রহমান,পুলিশ সুপার হারুন অর রশিদ,জেলা আওয়ামীলীগের সম্পাদক নেছার আহমদ সাবেক সংসদ সদস্য হোসনে আরা ওয়ায়েদ,জেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান ফজলু,জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মিছবাউর রহমান,এমদাদুল হক মিন্টু  নাট্যকার আব্দুল মতিন প্রমুখ। পরে অতিথিরা শিশু কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরন করেন।

Exit mobile version