যুদ্ধাপরাধীদের বিচারের রায় দেয়া শুরু হয়েছে, শিগগির তা শেষ করা হবে: প্রধানমন্ত্রী

গোপালগঞ্জ,জি নিউজ: রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের রায় দেয়া শুরু হয়েছে, শিগগির তা শেষ করা হবে।

রবিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে টুঙ্গীপাড়ায় আয়োজিত শিশু সমাবেশে তিনি এ কথা বলেন।

যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় যারা হত্যা করেছে, ধর্ষণ করেছে, বাড়ি-ঘরে আগুন দিয়েছে, যত চক্রান্তই হোক তাদের বিচার হবেই।

তিনি আরো বলেন, অনেকে এ বিচার বন্ধের চেষ্টা করছে, কিন্তু তা সম্ভব হবে না। এছাড়া শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে দেশের মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

এর আগে সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দিনের কর্মসূচির অংশ হিসেবে প্রথমেই বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা।এ সময় দোয়া ও ফাতেহা পাঠ করে তিনি। পরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শিশু-কিশোর সমাবেশে যোগ দেন।

Exit mobile version