ফ্রান্স- নেকাববিরোধী আইনের বিরুদ্ধে লড়ছেন এক মুসলিম নারী

rt28অনলাইন ডেস্ক ঃ- ফ্রান্সে নেকাববিরোধী আইনের বিরুদ্ধে ইউরোপের মানবাধিকার আদালতে মামলা করেছেন এক মুসলিম নারী। গতকাল (বুধবার) আদালতে ওই মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। মামলাকারী মহিলার পূর্ণ নাম প্রকাশ করা হয়নি। তার আইনজীবী রাম্বি দ্য মেলো বলেছেন, ফ্রান্সের নেকাববিরোধী আইন তার মক্কেলের ধর্মীয় ও বাক স্বাধীনতা এবং গোপনীয়তা বিষয়ক অধিকার লঙ্ঘন করেছে। তিনি নিজের দেশে এখন যেন এক বন্দী। মামলাকারী মহিলা আদালতকে জানিয়েছেন, বোরকা ও নেকাব পরার জন্য পরিবারের পক্ষ থেকে তার উপর কোন ধরনের চাপ নেই। তিনি নিজস্ব ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতির কারণে নেকাব পরেন। ২০১০ সালে ফ্রান্সে নেকাববিরোধী আইন পাস হয়। ওই আইন পাস হওয়ার পর থেকে মুসলিম মহিলাদের ওপর হামলার ঘটনা বেড়ে গেছে। নেকাব পরে বাইরে বের হলে দুইশ’ ডলার পরিমাণ অর্থ জরিমানা করার বিধান রাখা হয়েছে।খবর তেহরান রেডিও এর #

Exit mobile version