মৌলভীবাজারে নিরুত্তাপ হরতাল।।রাজনগরে গাড়ী ভাংচুর।।পাইপগান গুলিসহ ১ জন আটক

gnewsbd.netআব্দুল হাকিম রাজ,মৌলভীবাজার,জি নিউজ ঃ  কেন্দ্রীয় আটক নেতাদের মুক্তির দাবীতে টানা দু-দিনের প্রথম দিনের সকাল-সন্ধ্যা হরতাল মৌলভীবাজারে শান্তিপূর্ন ভাবে পালিত হয়েছে।হরতাল চলার সময় শহরের জুগিডর, শমসেরনগর সড়ক ও শ্রীমঙ্গল সড়কে জামাত-শিবিরের পিকেটাররা লাটি মিছিল শুরু করলে পুলিশ ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। পিকেটিং করার সময় এক পিকেটারকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল থেকে হরতালে বিএনপি,র যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে না থাকলেও জামাত-শিবিরের হরতাল সমর্থনকারীরা ঢাকা-সিলেট মহাসড়ক ব্যারিকেড দিয়ে পিকেটিং করে। দুরপালার যানবাহন চলাচল না করলেও ছোট ছোট যানবাহন চলেছে অহরহ। বেলা বাড়ার সাথে সাথে ব্যবসায়ীরা দোকান পাঠ খুলতে শুরু করেন। সরকারী-বেসরকারী অফিস ও বিভিন্ন বানিজ্যিক প্রতিষ্টান খোলা থাকলেও লোক উপস্থিতি তুলনামুলক কম ছিল।অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।রাজনগর উপজেলার ফেঞ্চুগঞ্জ-রাজনগর সড়কে বেলা ২ টায় জামায়াত শিবিরের পিকেঠাররা একটি দুর-পাল্লার বাস ভাংচুর করলে পুলিশ এসে তাদের ছত্র-ভঙ্গ করে দেয়।এদিকে উপজেলার কাশেমপুরে একটি মসজিদ থেকে ২ রাউন্ড গুলি ও একটি পাইপগান সহ নবীগঞ্জের অলি আহমদ নামে আন্তগোপনকারী এক শিবির কর্মীকে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে।রাজনগর থানার (ওসি) নাজিম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করেন।

 

 

জি নিউজ/বার্তা/মতিউর রহমান /১৯-০৩-২০১৩

 

Exit mobile version