ইয়ারবসহ একাধিক সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে প্রধান মন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর কাছে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান

k2কাজী নাসির উদ্দীন, সাতক্ষীরাঃসাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মানবজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ইয়ারব হোসেনসহ জেলায় কর্মরত সাংবাদিকদের ওপরে হামলার প্রতিবাদে বুধবার স্মারকলিপি প্রদান করেছে সাতক্ষীরা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ।

সাতক্ষীরার জেলা প্রশাসক ড. মুহা. আনোয়ার হোসেন হাওলাদার এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, তথ্যমন্ত্রী, স্বরাষ্টমন্ত্রী ও প্রধান নির্বচন কমিশনার বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি কালিদাস কর্মকার, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা মুকুল, অর্থ সম্পাদক কাজী জামাল উদ্দীন মামুন, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আবুল কাসেম, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, নির্বাহী সদস্য শেখ ফরিদ আহমেদ ময়না, এম জিললুর রহমান, মোশাররফ হোসেন, আশরাফুল ইসলাম খোকনসহ আরও অনেকে।

স্মারকলিপিতে সাংবাদিক ইয়ারব হোসেনের ওপর হামলা কারিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিসহ জেলায় গত কয়েক মাস সাংবাদিকদের ওপর প্রত্যেকটি হামলার ঘটনায় জড়িতদের বির“দ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী করা হয়। এছাড়াও আহত ইয়ারব হোসেনের চিকিৎসার সু-ব্যবস্থাসহ অন্যান্য ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের আর্থিক সহায়তার দাবী করা হয়েছে। একই সাথে সাতক্ষীরায় কর্মরত সকল সাংবাদিকদের নিরাপত্তার ব্যবস্থা আরও জোরদার করার আহবান জানানো হয়। স্মারক লিপিতে জেলায় অব্যাহত ভাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় পুলিশ প্রশাসনের নির্লিপ্ততা ও ব্যর্থতার বিষয়টি তদন্ত পূর্বক দোষীদের বির“দ্ধে ব্যবস্থা গ্রহণসহ বেশ কয়েকটি দাবী জানানো হয়। অন্যথায় সাংবাদিকরা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবে বলে জানানো হয়।

 

Exit mobile version