লাগেজ থেকে ২১০ তোলা ওজনের স্বর্ণের বার উদ্ধার

জি নিউজ বিডি ডট নেট ঃ- ঢাকাঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ থেকে ২১টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস । রোববার সকালে দুবাই-ফেরত এক যাত্রীর লাগেজ থেকে ২১০ তোলা ওজনের স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। আটক যাত্রীর নাম শহীদুল্লাহ [৪৮]। তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে  সকাল সোয়া ১১টায় দিকে ঢাকায় আসেন। তাকে বিমানবন্দর থানায় সোপার্দ করা হয়েছে।শহীদুল্লাহার বাড়ি ফেনী সদরের রুহিতা গ্রামে। তার বাবার নাম আব্দুল্লাহ। তিনি জানান, শহীদুল্লাহ ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে গ্রীন চ্যানেল দিয়ে বেরিয়ে যাওয়ার সময় কাস্টমস কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে তার লাগেজের ভেতর থেকে র্স্বণের বারগুলো উদ্ধার করা হয়। তাঃ- ১৬ ডিসেম্বর, ২০১৩

 

Exit mobile version