আগামী মঙ্গলবার সংবাদ সম্মেলন করবেন- খালেদা জিয়া

জি নিউজ বিডি ডট নেট ঃ- আগামী ২৪ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করবেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। উল্লখে- পঞ্চম দফায় সারাদেশে ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচি শেষে। গতকাল রোববার বিকেলে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান  স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৪ ডিসেম্বর  মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে খালেদা জিয়া দেশে চলমান সংকট ও সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির ওপর তার বক্তব্য দেশবাসীর উদ্দেশে তুলে ধরবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এছাড়া দলীয় সূত্র জানা  যায়, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান অবরোধ কর্মসূচি আরও দীর্ঘায়িত হতে পারে। কিন্তু অসহযোগ বা গণকারফিউর আগে ষষ্ঠ দফায় ফের অবরোধ কর্মসূচি ঘোষণা আসতে পারে। ৫ই জানুয়ারি একতরফা প্রহসনের নির্বাচন প্রতিহত করতে আগামী ১লা জানুয়ারি থেকে শুরু হতে পারে অসহযোগ বা গণকারফিউ। বিএনপি ও ১৮ দলীয় জোটের শরিক দলের কয়েকজন নেতা এমন তথ্য জানিয়েছেন। তারা বলেন, গণদাবি আদায়ে ১৮ দলের পক্ষ থেকে পরিস্থিতি অনুযায়ী কর্মসূচি ঘোষণার দায়িত্ব দেয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। তাঃ-২৩ ডিসেম্বর, ২০১৩

 

Exit mobile version