কঙ্গোতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪০ হামলাকারী নিহত

rt cকঙ্গোর সেনাবাহিনী – অনলাইন ডেস্ক ঃ-গণপ্রজাতন্ত্রী কঙ্গোর রাজধানী কিনশাসার বেশ কিছু এলাকায় দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সরকার। কঙ্গো সরকারের মুখপাত্র ল্যাম্বার্ট মেনডে জানান রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দর, সামরিক বাহিনীর সদর দপ্তর ও রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আরটিএনসিতে হামলা চালায় অস্ত্রধারীরা। এ সময় তারা টেলিভিশন চ্যানেলের কয়েকজন রিপোর্টারকে জিম্মি করে। মেনডে জানান, বিমানবন্দরে ১৬ জন, সামরিক সদর দপ্তরে আরো ১৬ জন এবং টেলিভিশন চ্যানেলটির সামনে বাকি ৮ জন হামলাকারী নিহত হয়। তবে, সংঘর্ষে কোন বেসামরিক মানুষ হতাহত হয়নি বলে জানান তিনি। টেলিভিশন বক্তব্যে সরকারি মুখপাত্র জানান, এসব হামলার মধ্য দিয়ে জনগণের মধ্য ভীতি ছড়াতে চাচ্ছে সন্ত্রাসীরা।  এর আগে, দেশটির মার্কিন দূতাবাসে হামলার হুমকি দেয় সন্ত্রাসীরা। এক জরুরি বিজ্ঞপ্তিতে মার্কিন দূতাবাস তার দেশের নাগরিকদের পরবর্তী নোটিস না দেয়া পর্যন্ত ভ্রমণ বা ঘোরাফেরা করতে নিষেধ করে দিয়েছে। খবর রেডিও তেহরানএর তাঃ– ৩০ ডিসেম্বর #

Exit mobile version