ইরাকের আল-আনবারে সেনাবাহিনী ও গেরিলাদের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ চলছে

_XLঅনলাইন ডেস্ক  ঃ–  ইরাকের আল-আনবার প্রদেশের ফালুজা ও রামাদিতে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের প্রচণ্ড সংঘর্ষ চলছে। স্থানীয় সুন্নি উপজাতীয়রাও সেনাবাহিনীকে সহযোগিতা করছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, সেনা অভিযানে জঙ্গি বিমান ব্যবহার করা হচ্ছে। সন্ত্রাসবাদী গেরিলা সংগঠন ‘ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্য লেভেন্ট’ বা আইএসআইএলের অবস্থানের ওপর বিমান হামলা চালানো হয়েছে। সংঘর্ষের কারণে বহু মানুষ এলাকা ছেড়ে চলে গেছে। আজ রামাদি ও ফালুজার মধ্যবর্তী আল-বুবালি এলাকায় ব্যাপক সংঘর্ষ হয়েছে বলে খবর পাওয়া গেছে। সেনাবাহিনী গেরিলাদের লক্ষ্য করে ট্যাংকের গোলা নিক্ষেপ করেছে। কয়েক দিন আগে আল-আনবার প্রদেশের ফালুজা ও প্রাদেশিক কেন্দ্রীয় শহর রামাদির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আল-কায়েদা সমর্থিত আইএসআইএল গোষ্ঠী। সম্প্রতি ইরাকের সেনাবাহিনী রামাদিতে সরকার বিরোধীদের একটি ঘাঁটি গুঁড়িয়ে দিলে বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ শুরু হয়। এরপর রামাদির নিকটবর্তী ফালুজা শহরেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং আল-কায়েদা শহরটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সূত্র- রেডিও তেহরান,

 

 

Exit mobile version