বিশেষ দূত করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ – এরশাদের

ershad3জি নিউজ বিডি ডট নেট ঃ- এক চিঠিতে শেখ হাসিনা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ায় তাকে অভিনন্দনও জানিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ। এছাড়া বিশেষ দূত করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। গতকাল  মঙ্গলবার বিকেলে সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরে এরশাদের হাতের লেখা চিঠিটি পৌঁছে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী চিঠির বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদের বলেন, “চিঠিতে এরশাদ সাহেব নতুন সরকার গঠন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। আর তাকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত করায় ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠি এরশাদ লিখেছেন, “মন্ত্রীর মতো উচ্চপদমর্যদার বিশেষ দূত, মন্ত্রিপরিষদে জাতীয় পার্টিকে স্থান ও জাপাকে বিরোধী দলের মর্যাদা দেয়ায় আপনাকেকে আন্তরিক অভিনন্দন জানাই।” তিনি শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে বলেও এ বার্তায় আশা প্রকাশ করেন। রোববার মন্ত্রিসভার শপথের পর হুসেইন মুহাম্মদ এরশাদকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে নিয়োগ করা হয়। দশম জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হয়েছেন এরশাদের স্ত্রী রওশন এরশাদ ।

 

 

 

Exit mobile version