স্পোর্টস ডেস্ক ঃ- বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে ২৪ রানে হারিয়ে ওয়ানডে সিরিজ শুরু করল নিউজিল্যান্ড। নেপিয়ারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। ডানহাতি পেসার মোহাম্মদ সামি দুই ওপেনার মার্টিন গুপ্টিল (৮) ও জেসি রাইডারকে (১৮) দলীয় ৩২ রানের মধ্যে সাজঘরে ফেরান। পর পর দু’টি উইকেট হারিয়ে নিউজিল্যান্ড প্রথমে চাপে পড়ে গেলেও সেখান থেকে দলকে বিপদমুক্ত করে রস টেলর এবং উইলিয়ামসন। টেলর ৫৫ এবং উইলিয়ামসন ৭১ রান করেন। একদিনের ক্রিকেটে সবচেয়ে কম বলে শতরানের রেকর্ডধারী অ্যান্ডারসন ৪০ বলে করেন ৬৮ রান। এছাড়া, ম্যাককালাম ও রঁচি দু’জনই ৩০ রান করেন। শেষ দিকে এদের ব্যাটে ভর করেই নিউজিল্যান্ড ২৯২ রান তোলে।ভারতীয় বোলারদের মধ্যে মোহাম্মদ সামি ৫৫ রানে চার উইকেট নেন।২৯৩ রানের লক্ষ্যে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। বিরাট কোহলির ব্যাটে জয়ের আশা জাগলেও তাদের ব্যাটিং লাইনআপে মূল ধাক্কা দেন মিচেল ম্যাকক্লেনাঘান। ৪৩তম ওভারে মহেন্দ্র সিং ধোনিকে (৪০) ফিরিয়ে কোহলির সঙ্গে ইনিংসে সেরা ৯৫ রানের জুটি ভেঙে ব্রেকথ্রু আনেন তিনি, নেন রবিন্দ্র জাদেজার উইকেটও। এরপর আর উঠে দাঁড়াতে পারেনি সফরকারীরা। নিউজিল্যান্ডের মাটিতে প্রথম শতক পাওয়া কোহলিই ছিলেন শেষ ভরসা। কিন্তু দলীয় ২৩৭ রানে তাকেও ফেরালেন ম্যাকক্লেনাঘান।ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি পাওয়া কোহলি আউট হন ১১১ বলে ১২৩ রানে আউট হন। ১১ চার ও দুই ছয় মারেন তিনি। একে একে পরের তিনটি উইকেটও হারিয়ে ফেলে ভারত। ইশান্ত শর্মাকে ফিরিয়ে শেষ উইকেটটি নেন টিম সাউদি। স্বাগতিকদের পক্ষে ম্যাকক্লেনাঘান চারটি ও অ্যান্ডারসন দু’টি উইকেট নেন। খেলায় ৪০ বলে করেন ৬৮ রান এবং দুটি উইকেট সংগ্রহ করে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন কোরি অ্যান্ডারসন। সূত্র -রেডিও তেহরান তাঃ-২০ জানুয়ারি২০১৪ #