নিম্নমানের সামগ্রী দেয়ায় সাইক্লোন শেল্টারের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী

jjমোঃ সাইফুল ইসলাম ঝালকাঠি থেকেঃঝালকাঠির রাজাপুর-কাঁঠালিয়া সীমান্তবর্তী উত্তর চরাইল স্কুল কাম সাইক্লোন সেন্টারের নির্মাণ কাজ ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। রোববার দুপুরে বিক্ষুদ্ধ জনতা উপস্থিত হয়ে এ কাজ বন্ধ করে দেয়। সরেজমিনে গেলে এমদাদুল হোসেন, মুরাদ তালুকদার, সোবাহান গাজি, জনি ও জুম্মানসহ স্থানীয় একাধিক লোক অভিযোগ করেন, নিম্নমানের ইট, বালু, রড ও সিমেন্ট নিয়ে ঠিকাদার দুর্নীতির আশ্রয় নিয়ে কাজ শুরু করে। কিছুদিন আগে রড কম দিয়ে পিলারের কাজ শুরু করলে থানা ইঞ্জিনিয়ার কাছে বিষয়টি ধরা পরে। তাছাড়াও নির্মানকৃত পিলারেও নিম্নমানের ইট ব্যবহার করেছে ঠিকাদার। বর্তমানে আবার সেই সব দুর্নীতির আশ্রয় নিয়ে কাজ শুরু করলে আমরা সঠিকভাবে কাজ করার জন্য অনুরোধ জানিয়ে নির্মানাধীন ভবনের কাজ বন্ধ করে দেই। জানা গেছে, আইডিবির অর্থায়নে ৯৫ লক্ষ টাকা ব্যয়ে এ নির্মান কাজ করচ্ছেন ঠিকাদার মতিউর রহমান। তিনি বলেন, এখন তো রড বাধাইয়ের কাজ চলছে। যদি নিম্নমানের ইটের খোয়া হয়ে থাকে তবে, সেটা পরিবর্তন করে কাজ করা হবে। কিন্তু কাজ বন্ধ করে দেয়ার কোন মানে হয়না। এ বিষয়ে উপজেলা এলজিইডির প্রকৌশলী মাহামুদ আল ফারুকের সাথে যোগাযোগের চেষ্টার করা হলে তার মোবাইল (০১৭৩৩৪৯৮৪১৮) বন্ধ পাওয়া গেছে। উল্লেখ্য, বিশ্ব ব্যাংকের অর্থায়নে এ প্যাকেজের ঝালকাঠি জেলার ৮টি সাইক্লোন শেল্টার নির্মানের কাজের ৭ কোটি টাকার টেন্ডার নিয়েও দুর্নীতির অভিযোগ ছিল।

 

Exit mobile version