জানা গেছে, গাইবান্ধা জেলায় ১০১ জন সরকার অনুমোদিত সার ডিলার রয়েছেন। এছাড়াও রয়েছেন বৈধ-অবৈধ খুচরা সার ব্যবসায়ী। জানা যায়, ৫০ কেজি ওজনের প্রতি বস্তা ইউরিয়া সারের সরকারি ভাবে নির্ধারিত মূল্য ৮০০ টাকা। অথচ ভুক্তভোগী কৃষকরা অভিযোগ করেন, কিছুদিন আগে হরতাল-অবরোধের দোহাই দিয়ে জেলা শহরে কাজী হামিদুল হক, রিপন, সুদেব চৌধুরী, সাজ্জাদ ট্রেডার্স, জীবন কুমার সাহা প্রমুখ ডিলার ৮০০ টাকার ইউরিয়া সার সাড়ে ১ হাজার থেকে ১১’শ টাকা পর্যন্ত বিক্রি করেছেন। তবে শহরের গোডাউন রোডের আব্দুল আজিজ এবং জেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে হাট-বাজারে খুচরা ব্যবসায়ীরা সাড়ে ১১শ’ টাকা পর্যন্ত ইউরিয়া সার বিক্রি করেছেন বলে অসংখ্য কৃষক অভিযোগ করেছেন।
ডিলারদের সাথে যোগাযোগ করে জানা যায়, হরতাল-অবরোধে পরিবহন খরচ কিছুটা বেড়ে যাওয়ায় বস্তা প্রতি ৫০-৬০ টাকা বেশি নেওয়া হচ্ছে। তবে একাধিক ডিলার বেশি দামে সার বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন।