ইরাকে ধরা পড়ল সন্ত্রাসী ‘আইএসআইএল’-এর নারী নেত্রী

rt25আন্তর্জাতিক ডেস্ক :- আলকায়দার সমমনা  গোষ্ঠী ‘ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লিভ্যান্ট বা আইএসআইএল’-এর নারী শাখার এক কমান্ডারকে গ্রেফতার করেছে ইরাকের নিরাপত্তা বাহিনী।  ইরাক ও সিরিয়ায় সক্রিয় রয়েছে (আরবিতে সংক্ষেপে দাআশ নামে পরিচিত) এই গ্রুপ। সৌদি-মদদপুষ্ট এই সন্ত্রাসী গোষ্ঠীর নারী শাখার শীর্ষস্থানীয় কর্মী সৌদি নাগরিক উম্মে মিক্বদাদ ‘আমিরাতুন নিসা’ হিসেবে বা আইএসআইএল-কে সহায়তা দিয়ে আসছিল।  ইরাকের শীর্ষস্থানীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে, তাদের কর্মীরা সম্প্রতি ৪ জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছেন যাদের মধ্যে একজনের নাম  উম্মে মিক্বদাদ।  ৪৫ বছর বয়স্ক এই নারীর রয়েছে সৌদি নাগরিকত্ব বা পরিচয়পত্র এবং সে আল আনবার প্রদেশে এই গ্রুপের নারী সদস্যদের মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করত।রামাদি শহরের আলবুবাদি এলাকায় ধরে পড়ে আমিরাতুন নিসা।  আলকায়দাকে নির্মূলের লক্ষ্যে প্রায় এক মাস আগে ইরাকের সশস্ত্র বাহিনী আল আনবার প্রদেশে সামরিক অভিযান শুরু করে। সুন্নি মাজহাবের অনুসারী স্থানীয় জনগণ ও উপজাতীয় সম্প্রদায়ের সদস্য এবং পুলিশ এই অভিযানে সরকারি সেনাদের সহায়তা দিচ্ছে।  সূত্র – রেডিও তেহরান #

 

 

Exit mobile version