আন্তর্জাতিক ডেস্ক :- ইরাকের উত্তর ও পশ্চিমের বেশ কিছু অঞ্চলে বোমা হামলা ও সংঘর্ষের ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশে সেনাবাহিনীর সঙ্গে আল-কায়েদা গোষ্ঠীর সমর্থনপুষ্ট সন্ত্রাসীদের সংঘর্ষে আট জন নিহত হয়। পাশাপাশি, বাকুবা শহরের কাছে সীমান্তবর্তী একটি গ্রামে সন্ত্রাসীদের মর্টার হামলায় নিহত হয়েছে আরো ছয় জন। গ্রামটি শিয়া মুসলিম অধ্যুষিত। স্থানীয় পুলিশ জানিয়েছে, আজ (শনিবার) গ্রামটিতে তিনটি মর্টারের গোলা আঘাত হানে। এতে একটি পরিবারের নারী ও শিশুসহ ছয় জন নিহত হয়। কারা ওই সন্ত্রাসী হামলা চালিয়েছে তা জানাতে পারেনি পুলিশ। তবে, দেশটিতে আল-কায়েদার সমর্থনপুষ্ট সন্ত্রাসীরাই নিরাপত্তা বাহিনীসহ বেসামরিক জনগণের ওপর এ ধরনের নৃশংস হামলা চালিয়ে থাকে। এর আগে দেশটিতে বেশ কিছু রক্তক্ষয়ী হামলা চালিয়েছে তথাকথিত ইসলামিক স্টেট অভ ইরাক এন্ড দ্যা লিভেন্ট- আই.এস.আই.এল গোষ্ঠী। গতকাল (শুক্রবার) জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার মুখপাত্র কেসলার জানান, ইরাকের এসব সহিংসতায় এক লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ ঘর-বাড়ি হারিয়ে উদ্বাস্তুতে পরিণত হয়েছে। খবর- রেডিও তেহরানর তাঃ- ২৬ জানুয়ারি২০১৪ #