নগ্ন পর্বতারোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে -সুইজারল্যান্ড

swiss1অনলাইন ডেস্ক:-   ইউরোপের আল্পস পর্বতমালাকে ‘সম্মান জানাতে’ বহু পর্বতারোহী সম্পূর্ণ নগ্ন হয়ে সেখানকার বিভিন্ন পর্বতশিখরে আরোহন করেন। তবে এবার সেই কাণ্ডে বাধ সাধল পর্বতমালাটির আওতাধীন সুইজারল্যান্ডের একটি এলাকার কর্তৃপক্ষ। তারা জানিয়েছে এ ধরনের কোনো নগ্ন পর্বতারোহীকে পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে নগ্ন পর্বতারোহীরা এ আইনের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছে বিবিসি।সম্প্রতি সুইজারল্যান্ডের একটি প্রশাসনিক এলাকা ‘অ্যাপেনজেল ইনেরহোডেন’ কর্তৃপক্ষ তাদের ভোটাভুটিতে এ বিধান পাশ করেছে। নতুন নিয়ম অনুযায়ী এ এলাকায় যে কোনো উদ্দেশ্যেই নগ্নভাবে পর্বতারোহন করা যাবে না। এ ধরনের ব্যক্তিদের পাওয়া গেলে আইনের আওতায় এনে জরিমানা করা হবে।এ এলাকাটি সুইজারল্যান্ডের অন্যতম প্রাচীনপন্থী এলাকা হিসেবে পরিচিত। এখানে ১৯৯০ সালে নারীদের ভোটাধিকার দেওয়া হয়। সম্প্রতি এখানেই নগ্ন অবস্থায় পর্বতারোহন বেশ বেড়ে গিয়েছিল।নগ্ন পর্বতারোহীদের বক্তব্য, তারা এ পর্বতমালাকে সম্মান জানাতেই নগ্ন দেহে শুধু একটি জুতো পরে পর্বতারোহন করে। নতুন আইন পাশ করার পর নগ্ন অবস্থায় কোনো পর্বতারোহী ধরা পড়লে তাদের ১৭৫ ডলার সমপরিমাণ মুদ্রা জরিমানা করা হবে।
স্থানীয় এক বয়স্ক ব্যক্তি জানান, ‘আমার মনে হয় এটা অসম্মানজনক।’তিনি আরো বলেন, ‘ঈশ্বর হয়তো আমাদের নগ্ন অবস্থায় সৃষ্টি করেছেন। কিন্তু তিনি আমাদের দেহ ঢাকার জন্য পোশাকও দিয়েছেন।এ আইনের প্রতিক্রিয়ায় পুইশতোলা নামে একজন নগ্ন পর্বতারোহী বলেন, ‘আমার কাছে নগ্ন অবস্থায় পর্বতারোহন সম্পূর্ণ পরিবেশের সঙ্গে মানিয়ে চলা। শান্তিপূর্ণ পরিবেশের পাশাপাশি আমার নিজেরও কিছুটা চ্যালেঞ্জ বাড়ে এতে।তিনি আরো বলেন, ‘আমরা নগ্ন পর্বতারোহীরা কোনো আইন ভঙ্গকারী নই। আর আমরা এ আইনের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করবো। সূত্র- ইন্টারনেট,

 

Exit mobile version