বিদেশে চিকিতসার জন্য যেতে পারবেন না-জেনারেল মুশাররফ

par pআন্তর্জাতিক ডেস্ক :- পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ চিকিতসার জন্যেও বিদেশ যেতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে দেশটির একটি আদালত। হাসপাতাল কর্তৃপক্ষের স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদন পর্যালোচনার পর বিচারক গতকাল(শুক্রবার) বলেছেন, মুশাররফের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি আদালতের এখতিয়াভুক্ত নয়। একইসঙ্গে আদালত আজ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এবং আগামী ৭ ফেব্রুয়ারি আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে। ২০০৭ সালে জরুরি অবস্থা জারির মামলায় গত ২ জানুয়ারি আদালতে যাওয়ার পথে জেনারেল মুশাররফ হঠাত অসুস্থ হয়ে পড়েন। এরপর বিদেশে চিকিতসার জন্য দেশ ছাড়ার অনুমতি চান। জেনারেল মুশাররফ ২০০৭ সালের ৩ নভেম্বর পাকিস্তানে জরুরি অবস্থা ঘোষণা করেন। এর বিরুদ্ধে দায়ের করা মামলায় দেশটির আদালত ২০০৯ সালের ৩১‌ জুলাই এক রায়ে বলেছিল- জরুরি অবস্থা জারি করা অবৈধ ও অসাংবিধানিক ছিল। এই মামলায় তার মৃত্যুদণ্ডও হতে পারে। সূত্র-রেডিও তেহরান তাঃ-০১ জানুয়ারি ২০১৪।

 

Exit mobile version