ইরাকের আনবার প্রদেশে সেনা অভিযান শুরু- নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক :-রাকের আনবার প্রদেশের ফাল্লুজা ও রামাদি শহরে আল-কায়েদা সন্ত্রাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী। অভিযানে সহায়তা করছে সেখানকার সুন্নি উপজাতি লোকজন। ইরানের প্রেস টিভি জানিয়েছে, গত (শনিবার) থেকে এ অভিযান শুরু হয়েছে। এতে ইরাকি সেনাবাহিনীর পাশাপাশি অংশ নিচ্ছে পুলিশ এবং সরকারপন্থী গেরিলারা। গতকাল অভিযান চলেছে রামাদির মালাত, ধুবাত ও স্ট্রিট সিক্সটিতে। গতকালের অভিযানে অন্তত ৩৫ জন উগ্রবাদী আল-কায়েদা সন্ত্রাসী নিহত হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়। কয়েক সপ্তাহের মধ্যে গতকাল সেখানে সবচেয়ে বড় সংঘর্ষ হয়েছে। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানের সময় উত্তর ফাল্লুজায় বিমান হামলা চালানো হয়েছে এবং সেখানে নিহত হয়েছে কমপক্ষে ১৫ জন সন্ত্রাসী। আল-কায়েদা সন্ত্রাসীদের হাত থেকে ইরাক সরকার ওই এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার জন্য এ অভিযান শুরু করেছে। বেশ কিছুদিন থেকে রামাদির একটা অংশের নিয়ন্ত্রণ নিয়েছে আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত কথিত ইসলামি স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লিভ্যান্ট বা আইএসআইএল এবং আরো কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী। খবর রেডিও তেহরানর তাঃ-২ ফেব্রুয়ারি২০১৪,রবিবার

Exit mobile version