আন্তর্জাতিক ডেস্কঃ- স্পেনের রাজা হুয়ান কার্লোসের ছোট মেয়ে রাজকুমারী ক্রিস্টিনা দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি। গতকাল এ অভিযোগে তাকে মার্লোকা দ্বীপের একটি আদালতে জিজ্ঞাসাবাদ করা হয়। এতে বলা হয়, স্পেনের ইতিহাসে এমন ঘটনা এটাই প্রথম। এর আগে সেদেশের রাজপরিবারের কোন সদস্যকে আদালতে হাজির হতে হয় নি। কড়া নিরাপত্তার মধ্যে প্রিন্সেস ক্রিস্টিনাকে আদালতের পেছনের দরজা দিয়ে ভিতরে ঢোকানো হয়। আদালত ভবনের সামনের ফটকের বাইরে এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দেয়। প্রিন্সেস ক্রিস্টিনার স্বামীর আর্থিক অনিয়মে তার জড়িত থাকার বিষয়টি নিয়ে তদন্তের অংশ হিসাবে তাকে আদালতে হাজির হতে হয়। তার স্বামী ইনাকি উরদানগারিনের বিরুদ্ধে লাখ লাখ ইউরোর সরকারি তহবিল তছরূপের অভিযোগ আনা হয়েছে। ক্রিস্টিনাতে জালিয়াতি ও অর্থপাচারের জন্য সন্দেহের তালিকায় রাখা হয়েছে। অভিযোগ করা হয়েছে নুস নামে অলাভজনক একটি সংস্থা যার প্রেসিডেন্ট ক্রিস্টিনার স্বামী, সেই সংস্থা সরকারের ঠিকাদার হিসাবে বেশ কয়েকটি খেলাধুলার অনুষ্ঠান আয়োজন করে এবং প্রত্যেকটি অনুষ্ঠানের জন্য সংস্থাটি বিপুল পরিমাণ অর্থ নেয়। অভিযোগে বলা হয়েছে, ক্রিস্টিনার স্বামী সাড়ে ৫ মিলিয়ন ইউরোর বেশি অর্থাৎ প্রায় সাড়ে সাত মিলিয়ন ডলার তছরূপ করেছেন। প্রিন্সেস ক্রিস্টিনা ব্যক্তিগত ব্যয় দেখিয়ে এই অর্থের একটা অংশ খরচ করেছেন বলেও অভিযোগ। বিবিসির সংবাদদাতা বলছেন, তিন বছর ধরে চলা এই মামলার সব খুঁটিনাটি বিশ্বের সংবাদমাধ্যমগুলো গুরুত্বের সঙ্গে দেখছে এবং এই কেলেঙ্কারি স্পেনের রাজপরিবারের ভাবমূর্তিতে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে। সূত্র : বিবিসি, তাঃ-০৯ ফেব্রুয়ারি, ২০১৪।