স্পোর্টস ডেস্ক:- এশিয়া কাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে লাসিথ মালিঙ্গার বোলিং তাণ্ডবে শক্তিশালী পাকিস্তানকে ১২ রানে হারিয়ে শুভ সূচনা করেছে শ্রীলঙ্কা। নারায়ণগঞ্জ ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করে ২৯৭ রানের বড় লিড দেয় লঙ্কানরা। এই বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে ৬.১ ওভারে ২৮ রানেই সাজঘরে ফেরেন ওপেনার সারজিল খান। এ প্রতিবেদনটি রেডিও এর,আরেক ওপেনার আহমেদ শেহজাদকে নিয়ে হাল ধরেন মোহাম্মদ হাফিজ। ৪৯ রানের এই জুটি ভাঙে ম্যাথুসের ব্রেকথ্রুতে। লঙ্কান অধিনায়কের ওভারে শেহজাদ ২৮ ও পরের ওভারে চতুরঙ্গ ডি সিলভার বলে হাফিজ ১৮ রানে সাজঘরে ফেরেন। সোহাইব মাকসুদ বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ১৭ রানে তাকে আউট করেন সাচিত্রা সেনানায়েক। ২৩.৩ ওভারে ১২১ রানে ৪ উইকেটের পতনের পর চাপেই পড়ে পাকিস্তান। কিন্তু অধিনায়ক মিসবাহ-উল হক ও উমর আকমলের লড়াকু ব্যাটিং ম্যাচের শেষ পর্যায়ে তুমুল উত্তেজনার সৃষ্টি করে। ওভারপ্রতি ৬.৩৬ রানরেটে ১৯ ওভার খেলে মিসবাহ-আকমল জুটি তোলে ১২১ রান। ৪৩ তম ওভারে আকমল ব্যক্তিগত ৭৩ রানে আউট হওয়ার পর পরই আবার চাপে পড়ে পাকিস্তান। ২০ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন শহীদ আফ্রিদি (৪) ও মিসবাহ (৭৪) ও উমর গুল (২)। তারপরও বিলওয়াল ভাট্টি পাকিস্তানিদের জয়ের স্বপ্ন টিকিয়ে রেখেছিলেন। শেষ দুই ওভারে দুই উইকেট হাতে নিয়ে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ১৭ রান। তবে ৪৯তম ওভারে বোলিংয়ে এসে সব সমীকরণ পাল্টে দেন মালিঙ্গা। ওভারের দ্বিতীয় ও পঞ্চম বলে যথাক্রমে সাঈদ আজমল (১০), বিলওয়ালকে(১৮) আউট করে লংকানদের জয় নিশ্চিত করেন তিনি। মালিঙ্গার তোপের মুখে পড়ে পাকিস্তান অলআউট হয় ৪৮.৫ ওভারে ২৮৪ রানে। ম্যাচসেরা মালিঙ্গা ৯.৫ ওভার বল করে ৫২ রান দিয়ে ৫ উইকেট নেন। এছাড়া, লাকমাল পান দুই উইকেট। এর আগে লাহিরু থিরিমান্নের সেঞ্চুরির উপর ভর করে শ্রীলঙ্কা সংগ্রহ করে ২৯৬ রান। ১০ বল খেলে ১১টি চার এবং ১টি ছক্কার সাহায্যে অসাধারণ একটি ইনিংস খেলেছিলেন থিরিমান্নে। দ্বিতীয় সর্বোচ্চ ৬৭ রান আসে কুমার সাঙ্গাকারার ব্যাট থেকে। ৫৫ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন লংকান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। পাকিস্তানের উমর গুল এবং শহীদ আফ্রিদি দু’টি করে উইকেট লাভ করেন। এছাড়া সাঈদ আজমল নেন একটি উইকেট। তাঃ-২৬ ফেব্রুয়ারি২০১৪।