জি নিউজ বিডি ডট নেট ঃ- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগরের সদস্য সচিব আবুদস সালামের মুক্তির দাবিতে আগামীকাল সোমবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এই কর্মসূচি ঘোষণা করেন।তিনি বলেন, জাতীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামীকাল দেশের সকল জেলা-উপজেলায় ও মহানগরীতে থানায়-থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।এর আগে গতকাল রোববার দুপুর ১২টার দিকে ঢাকা মুখ্য মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান বিএনপির তিন নেতার জামিন আবেদন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সকালে বিএনপির এ তিন নেতা তাদের বিরুদ্ধ দায়ের করা মামলায় আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন। মামলাগুলো ছিল হত্যা প্রচেষ্টা, বিস্ফোরক দ্রব্য ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগ। তাদের পক্ষে জামিন আবেদন করেন সুপ্রিম কোর্টের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ও অ্যাডভোকেট মহসীন মিয়া। জামিন শুনানিতে অ্যাডভোকেট জয়নাল আবেদীন আদালতে বলেন, যেহেতু তারা কেউ এসব মামলায় এজহারভুক্ত আসামি নন এবং সবাই বয়স্ক। তাই তাদের জামিন দেয়া হোক।এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু জামিনের বিরোধীতা করে শুনানিতে অংশ নেন।আদালতজামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ।