আন্তর্জাতিক ডেস্কঃ- আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশে গতকাল মঙ্গলবার এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছে। এ প্রদেশের রাজধানী মাইমানাতে চালানো এ বোমা হামলায় হতাহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মাইমানার একটি ব্যস্ত বাজারের মধ্যে বোমাটি একটি তিন চাকার মোটর সাইকেলে বসানো ছিল।তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা ব্যক্তি এ বোমা হামলার দায়িত্ব স্বীকার করেনি। আফগানিস্তানে আগামী ৫ এপ্রিল অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে যখন ব্যাপক নির্বাচনি প্রচার চলছে তখন এ বোমা হামলা হলো। তালেবান জঙ্গি গোষ্ঠী গত ১০ মার্চ এক বিবৃতিতে প্রেসিডেন্ট নির্বাচন বানচাল করার জন্য নিজ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে। এতে ভোটের সঙ্গে জড়িত কর্মী,নিরাপত্তা বাহিনী ও ভোটারদের ওপর হামলা চালানোর আহ্বান জানানো হয়েছে। গত কয়েক সপ্তাহে আফগানিস্তানের বিভিন্ন স্থানে তালেবান হামলায় নির্বাচনি প্রচারের সঙ্গে জড়িত বেশ কয়েকজন কর্মী নিহত হয়েছেন।সূত্র-রেডিও তেহরান।